পরিমাপে কম দেওয়ায় মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪ ০৫:৫৬:০৮

পরিমাপে কম দেওয়ায় মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনকে জরিমানা

ঢাকা প্রতিনিধি: রাজধানীর মহাখালীতে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ইউরেকা এন্টারপ্রাইজ, ১৭/১, আরজতপাড়া, মহাখালী, তেজগাঁও, ঢাকা নামীয় ফিলিং স্টেশনে অভিযানকালে মোবাইল কোর্ট দেখতে পায় যে, প্রতিষ্ঠানটি পরিমাপের ক্ষেত্রে ৪টি অকটেন ডিসপেনসিং ইউনিট এর মধ্যে ৩টিতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ মি.লি, ২২০ মি.লি ও ২২৫ মি.লি কম প্রদান করছে। অপর ১টি ডিসপেনসিং ইউনিটের পরিমাপ নির্ধারিত মাত্রায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে পরিমাপে কম দেওয়া ৩টি ডিসপেনসিং ইউনিট সিলগালা করার নির্দেশ প্রদান করেন। 

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


প্রজন্মনিউজ২৪/এমআই 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ