তৃতীয়বার ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০১৭ ০৫:৪৯:৫২

তৃতীয়বার ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার

ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে  ভারত। ওপেনার রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে ভারত সংগ্রহ করে ৩ উইকেটে ৩৯২ রান। এটি দিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করলেন রোহিত। ওয়ানডেতে আর কোনো ব্যাটসম্যানেরই একের অধিক ডাবল সেঞ্চুরি নেই। পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে এটা তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৪ সালে কোলকাতার ইডেন গার্ডেনে করেছিলেন ২৬৪ রান।

ওয়ানডে ক্রিকেটে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এদিন মোহালিতে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান উদ্বোধনী জুটিতেই তুলে নেন ১১৫ রান। ব্যক্তিগত ৬৯ রান করা ধাওয়ানকে আউট করে এ জুটি ভাঙেন লঙ্কান বোলার পাথিরানা। এরপর ক্রিজে আসেন শ্রেয়াশ আয়ার। রোহিত শর্মা আর আয়ার দ্বিতীয় উইকেটে দেয়াল হয়ে দাঁড়ান। এ দুজন গড়ে তুলেন ২১৩ রানের জুটি। রোহিত শর্মা তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৬ তম সেঞ্চুরি। আর শ্রেয়াশ আয়ার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। দলীয় ৩২৮ রানে ব্যক্তিগত ৮৮ রান করা ¤্রয়োশ আউট হলে লঙ্কান বোলারদের উপর স্টিমরোলার চালাতে থাকেন রোহিত। তুলে নেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত থাকেন। তিনি তার ইনিংসটি সাজান ১২টি ছক্কা এবং ১৩টি চারের সাহায্যে।

প্রজন্মনিউজ২৪.কম/নাছির

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ