৪২ হাজার কোটি টাকা সিলেটের ব্যাংকে!

প্রকাশিত: ১১ মে, ২০১৯ ০২:২৬:২৪ || পরিবর্তিত: ১১ মে, ২০১৯ ০২:২৬:২৪

৪২ হাজার কোটি টাকা সিলেটের ব্যাংকে!

সিলেট বিভাগে বিভিন্ন ব্যাংকে গ্রাহকের আমানত হিসেবে ৪২ হাজার কোটি টাকা জমা আছে। ব্যাংকগুলোর ঋণ ও আমানতের অঞ্চলভিত্তিক তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন অনুসারে, দেশে অঞ্চলভিত্তিক আমানতের দিক দিয়ে এগিয়ে আছেন ঢাকা বিভাগের মানুষ। দেশের অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে এ বিভাগে আমানতের পরিমাণ সারাদেশের চেয়েও বেশি!

তথ্যানুসারে, ঢাকা বিভাগে বিভিন্ন ব্যাংকে গ্রাহকের আমানত আছে ৬ লাখ ৩৩ হাজার কোটি টাকা। দ্বিতীয় স্থানে চট্টগ্রামে আমানতের পরিমাণ ২ লাখ ২৮ হাজার কোটি টাকা। মূলত ঢাকা (৬১ শতাংশ) ও চট্টগ্রাম (২২ শতাংশ) বিভাগেই দেশের মোট আমানতের প্রায় ৮৩ শতাংশ রয়েছে। খুলনা বিভাগে আমানতের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। এর পরের স্থানেই আছে সিলেট বিভাগ।

এ বিভাগে আমানত আছে ৪২ হাজার কোটি টাকার। এছাড়া রাজশাহী বিভাগে ৪০ হাজার কোটি টাকা, রংপুর বিভাগে ২০ হাজার কোটি টাকা, বরিশাল বিভাগে সাড়ে ১৯ হাজার কোটি টাকা এবং ময়মনসিংহ বিভাগে ১৫ হাজার কোটি টাকার আমানত রয়েছে। এদিকে, মাথাপিছু আমানতের দিক দিয়ে সিলেট বিভাগের অবস্থান তৃতীয় স্থানে। এ বিভাগের মানুষের মাথাপিছু আমানত প্রায় ৩৭ হাজার টাকা। মোট আমানতের মতো মাথাপিছু আমানতের দিক দিয়েও শীর্ষ স্থান ঢাকার।

এ বিভাগে মাথাপিছু আমানত প্রায় দেড় লাখ টাকা। এর পরের স্থানে থাকা চট্টগ্রামে মাথাপিছু আমানত ৭০ হাজার টাকা, চতুর্থ স্থানে থাকা খুলনায় ২৪ হাজার টাকা, বরিশালে ২১ হাজার টাকা, রাজশাহীতে ১৯ হাজার টাকা, ময়মনসিংহে ১১ হাজার টাকা এবং রংপুর বিভাগে মাথাপিছু আমানত আছে প্রায় ১১ হাজার টাকা।

প্রজন্মনিউজ২৪/মামুন

 

এ সম্পর্কিত খবর

সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রচণ্ড গরমে দিনের পরিবর্তে রাতে কাজ করবে ফ্যাক্টরির শ্রমিকরা

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ