চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মালিক ও কর্মচারীর

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ০১:৪০:৫৪

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মালিক ও কর্মচারীর

প্রজন্ম ডেস্ক: 

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা গেছে তারা দুজন দোকানের মালিক ও কর্মচারী।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি সুজুকি শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা ফারুকের পুত্র সোহেল(২৫) চট্টগ্রাম জেলার ভূজপুর উপজেলার জঙ্গলখৈয়া এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমানের পুত্র আবু বক্কর সিদ্দিক(১৪)।

প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী সাহাব উদ্দীন জানান, ডিউটিরত অবস্থায় হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি একটি মোটরসাইকেল পড়ে আছে। আরেকটু সামনে এগুলে দেখতে পাই দুটি দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে মগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চট্টগ্রামগামী বাসটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা থানা পুলিশকে জানানোর পর পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। 

নিহতের পারিবার জানিয়েছে, নিহত সোহেল চট্টগ্রামের একজন ব্যবসায়ী। অপরজন কর্মচারী। ব্যবসা শেষে দোকান বন্ধ করে কক্সবাজারের চকোরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ঘাতক বাস তাদের প্রাণ কেড়ে নেয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয় এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি এখনো সনাক্ত করা যায়নি তবে চেষ্টা চলমান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ