এইচএসসিতে পেলেন জিপিএ-৫ পেলেন, দুই বোন হাফেজা জমজ বোন

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১২:৩০:২৬

এইচএসসিতে পেলেন জিপিএ-৫ পেলেন, দুই বোন হাফেজা জমজ বোন

প্রজন্ম ডেস্ক:

লক্ষ্মীপুরের অন্তর্গত রায়পুরের দুই জমজ বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। পাশাপাশি তারা দুজনই কোরআনে হাফেজা।

চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে তারা এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

জানা যায়, তদের পৈতৃক নিবাস খুলনায় । বর্তমানে তারা রায়পুর পৌরসভায় ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকেন। তাদের বাবা সৌদি আরবে কর্মরত।

কলেজের প্রভাষক আব্দুল বাতেন জানান, আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী এবং নিয়মিত ছাত্রি। তারা ক্লাসে মনোযোগী ছিল ও দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারত।

দুই বোনের এই সাফল্যে এখন তাদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে আনন্দের বন্যা।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ