প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০২:৫০:৪৮
প্রজন্ম ডেস্ক:
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে । আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
সোমবার বেলা ১২টার দিকে জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগে বলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সবুজ ইসলাম জানান।
বেলা ২টার দিকে এক প্রতিবেদন বলা হয় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন লাগার পর কারখানার আশেপাশে অনেক লোকজন জড়ো হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ও বিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
প্রজন্মনিউজ২৪
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর