দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধস, প্রাণহানি ১৪

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫ ০১:০০:১০

দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধস, প্রাণহানি ১৪

প্রজন্ম ডেস্ক:

পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে টানা ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে মিরিকের বালাসন নদীর ওপর নির্মিত দুধিয়া সেতু (দুধিয়া ব্রিজ) ধসে পড়েছে। প্রশাসন বলছে, বৃষ্টিপাতের কারণে পাহাড়ি রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৫ অক্টোবর) হিন্দুস্তান টামস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

দার্জিলিংয়ের সংসদ সদস্য ও বিজেপি নেতা রাজু বিস্তা জানিয়েছেন, অতি ভারী বর্ষণের ফলে এলাকায় প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি, স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে, মিরিক এলাকায় অন্তত চৌদ্দজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজু বিস্তা তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, 'দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। আমি পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।'

স্থানীয় সূত্র জানিয়েছে, অবিরাম বর্ষণের কারণে ভূমিধস ও সড়কধসে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। উদ্ধারকাজে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর শনিবার থেকেই হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলো— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে— রেড অ্যালার্ট জারি করেছিল। পূর্বাভাস অনুযায়ী, রোববারও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট কার্যকর রয়েছে, আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ির জন্য জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

ডেমরায় জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে সমাবেশ ও মিছিল

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

লেবাননে হামলায় ১৩ হামাস যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের

ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান

ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ