জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে আবশ্যক করা হলো আইসিটি বিষয়

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩৩:২২ || পরিবর্তিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩৩:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে আবশ্যক করা হলো আইসিটি বিষয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রোগ্রামের সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য 'আইসিটি' বিষয়কে আবশ্যিক করা হয়েছে। কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইসিটি বিষয়ে একটি তত্ত্বীয় ও একটি ব্যবহারিক কোর্স অন্তর্ভুক্ত থাকবে। এসব কোর্স পাঠদানে আইসিটি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা অগ্রাধিকার পাবেন। 

এছাড়া আইসিটি বিষয়ে ToT, CEDP, NSDA, BTEB বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমাধারী শিক্ষকরা পাঠদান করতে পারবেন। উল্লিখিত বিষয়ের শিক্ষক না থাকলে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, ভূগোল ও পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা পাঠদান করবেন। 

প্রয়োজনে সরকারি কলেজের অধ্যক্ষ বা বেসরকারি কলেজের গভর্নিং বডি জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার বা আইসিটি বিষয়ে পারদর্শী রিসোর্সপার্সনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

আগামীকাল জকসুর তফসিল ঘোষণা 

সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

ইভিএমে ভোট দেওয়ার বিধান বাতিল

নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার মাঝেও জামায়াত-বিএনপির অনন্য দৃষ্টান্ত কক্সবাজারে

নির্বাচনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

ঠাকুরগাঁও ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছাড়াই এলাকায় উত্তেজনা।

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ