প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৪:০৭
প্রজন্ম ডেস্ক: এবি পার্টির ৪০ নেতা–কর্মীর পুনরায় জামায়াতে যোগদান
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর আবারও জামায়াতে ফিরলেন দলটির সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী। তাঁর নেতৃত্বে এবি পার্টির আরও ৪০ জন নেতা–কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
এ সময় বিরামপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর ইসলাম।
মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে জামায়াতে ইসলামী–সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। ওই বছর তিনি এবি পার্টিতে যোগ দিয়ে সর্বশেষ সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।
যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘২০২০ সালের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে জামায়াতের সঙ্গে থেকে আমি বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। সে সময় কিছু নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় আমি এবি পার্টিতে যোগ দিই। কিন্তু পরে সেখানে প্রত্যাশিত চেতনা খুঁজে পাইনি। বর্তমানে জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। তাই আমি আবারও জামায়াতে ফিরলাম এবং আমার সঙ্গে এবি পার্টির ৪০ জন নেতা–কর্মীকে নিয়ে এখানে যোগদান করলাম।’
প্রজন্ম নিউজ ২৪/ রাহাত বিল্লাহ
নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন
ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা
ড. ইউনূস সরকারের অধীনে এবারের নির্বাচন হবে
ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত
বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।
বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ আজ
আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট : জামায়াত আমির
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার দায়িত্ব গ্রহণ