আ.লীগ নেতার হিমাগারে মেডিকেল ছাত্রীসহ তিন নারীকে নির্যাতন

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫ ০৫:২৫:১৮

আ.লীগ নেতার হিমাগারে মেডিকেল ছাত্রীসহ তিন নারীকে নির্যাতন

রাজশাহীর মহানগরীর বায়া বাজার এলাকায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, এক কিশোরী ও এক নারীকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন এই নির্যাতনের সঙ্গে জড়িত।

ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হিমাগারের দুটি কক্ষে কয়েকজন কর্মচারীকে আটক রাখেন। অন্যদিকে, অফিস কক্ষে আহসান উদ্দিন সরকার জিকোসহ আরও কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে হামলার আশঙ্কায় অভিযুক্তদের বাইরে নেওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত অবস্থায় তিনজন নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক মেডিকেল শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

১৩ বছর বয়সী কিশোরীটি সাংবাদিকদের জানায়, আমাকে আলপিন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খোঁচানো হয়েছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুপুর দেড়টা পর্যন্ত হিমাগার ঘিরে রেখেছিলেন শত শত বিক্ষুব্ধ জনতা। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের এই হিমাগারটিতে আগে থেকেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল, তবে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছে, ‘ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত তদন্ত চলছে।’
প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাকসুর সিনেট সদস্য ফাহিম রেজা

বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা

এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী

ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের

যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ