ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০১:০১:২৬

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

প্রজন্ম ডেস্ক:

দেশে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ঢাকা মেডিক্যাল হাসপাতাল ও ঢাকা বিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির সদস্যরা। 

জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এবং ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সার্বিক পরিকল্পনায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রিহ্যাবিলিটেশন কমিটির সদস্যসচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফের কো-অর্ডিনেটর ও ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাব এর সাংগঠনিক সম্পাদক ডা. জাবেদ আহমেদ, ডা. বাছেদুর রহমান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মীর রাশেক আলম অভি, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ দপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামীন ঈশাদ, সহ আন্তর্জাতিক সম্পাদক ডা. আশরাফুল আলম মানিক, সহ প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবদুল ইসলাম খান, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রদলের ডা. মেশকাত শরীফ ভূঁইয়া, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ, সহ- সম্পাদক ডা. রাসেল হোসেন, ডা. মীর সোহান, জোবায়ের আলম পাভেল, রংপুর মেডিক্যািল কলেজ ছাত্রদল নেতা ডা. রাকিব, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা হামিম।


প্রজন্ম  িনউস ২৪

এ সম্পর্কিত খবর

একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরেছে: সালাহউদ্দিন

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে: তারেক রহমান

ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ