প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ০৭:৪১:১৯
প্রজন্মডেস্ক: ম্যাক্রোঁ বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতি বজায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স। এই বছরের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে আমি এই ঘোষণা দেব’।
এই পদক্ষেপের ফলে ফ্রান্স ইউরোপের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পথে অগ্রসর হলো। এর আগে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনও একই প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছে।
জাতিসঙ্ঘের ১৯৩ সদস্যের মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে। কিন্তু বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি।
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে ইউরোপীয়দের ক্ষোভ বৃদ্ধি পাওয়ার পর ম্যাক্রোঁর ঘোষণাটি এলো। যুদ্ধে ইসরাইল এখন পর্যন্ত ৫৯ হাজার ৫৮৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ত্রাণ সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে সেখানে ভয়াবহ দুভিক্ষ দেখা দিয়েছে।
ফ্রান্স এই সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইসরাইলের আরো ২১টি মিত্রের সাথে যোগ দিয়ে গাজায় ত্রাণ সরবরাহের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ত্রাণপ্রত্যাশী শত শত ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জানায়। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এখনো পর্যন্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ ‘এখনই শেষ হওয়া উচিত’।
ম্যাক্রোঁ এর আগে ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দৃঢ় সংকল্প’ প্রকাশ করেছিলেন। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে জাতিসঙ্ঘে কয়েক দশক ধরে চলমান সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে একটি সম্মেলন যৌথভাবে আয়োজন করতে চলেছেন।
প্রজন্মডেস্ক২৪/নয়ন
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির
‘আ.লীগ করে কোনো কাজ পাইনি, এখন ধানের শীষের পক্ষে আছি’
আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বলল জামায়াত
আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৬৯৯ প্রবাসীর নিবন্ধন
ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি দেবে রাশিয়া
শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমদ