দাবি না মানা পর্যন্ত আন্দোলন ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৩:২০:৩০

দাবি না মানা পর্যন্ত আন্দোলন ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

প্রজম্ম ডেস্ক:
 
দাবি আদায়ে অনড় অবস্থানে সরকারি সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তর দাবিতে শিক্ষা ভবনের পেছনের অংশে দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচি পালন করেছে। এ সময় তারা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথা জানান।

একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। 

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জনান, আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আমরা আন্দোলন থেকে সরে যাব না।
 
সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবি জানিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না।

 
এর আগে গতকাল রবিবার সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে দুপুরের দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন। বিকেলে তারা হাইকোর্ট মোড় অবরোধ করে। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ