ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিজয়

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ১২:৪৯:১৩

ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিজয়

প্রজন্মডেস্ক: ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ দানা বাঁধছে। এর পাশাপাশি ভারতের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। এরই মধ্যে জানা গেল- এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি তুলেছেন তামিলনাড়ুর রাজনীতির নতুন শক্তি চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়।

নরেন্দ্র মোদি সরকারের আনা নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তামিলাগা ভেত্তেরি কাজগাম পার্টির প্রধান তথা তারকা অভিনেতা বিজয়। ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে মামলা করলেন তিনি। নতুন এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনেও নামছেন বিজয়।  দক্ষিণের সিনেমার বড় তারকা-নেতা থালাপতি বিজয় আগেই বলেছিলেন, নতুন ওয়াকফ আইন গণতন্ত্র বিরোধী। বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগও করেন তিনি। 

জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই।

গত বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে এই আইন বাতিল করার দাবিতে কম করে এক কোটি মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ। এর আগে পশ্চিমবঙ্গেরই মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর এলাকা মঙ্গলবার ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়, বিক্ষুব্ধ জনতা হাইওয়ে অবরোধ করে ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়- সেই সংঘর্ষে বহু মানুষ আহত হন।

ভারতের একমাত্র মুসলিম-গরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতিও ঘোষণা করেছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি থাকবে এবং আইনটি বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু কিছু বিরোধী শাসিত রাজ্য প্রকাশ্যেই ঘোষণা করেছে তারা বিতর্কিত ওই নতুন আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না।

প্রসঙ্গত, ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়ার পর ৫ এপ্রিল রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন এবং এরপর বিলটি দেশের আইনে পরিণত হয়। এখন বিলটিকে ‘অসাংবিধানিক’ বলে বর্ণনা করে সেটি বাতিল করার দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গোষ্ঠী সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন।

তথ্য সূত্র- দ্য টাইমস অব ইন্ডিয়া।


প্রজন্মনিউজ/২৪জেএ

এ সম্পর্কিত খবর

​​​​​​​৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফল ২১ জুলাই

​​​​​​​ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের

​​​​​​​সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ৫৯৪ জনের প্রাণহানি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

অপরাধীদের  ছাড় নয়, কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার, ভারতীয় ৩৪ জেলে আটক

মা ও দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা: দেবরকে আসামি করে মামলা

ভারি বৃষ্টির শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর দাবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ