প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৪:৪৩
আব্দুস ছামাদ খান : প্রচলিত আইনের তেমন প্রয়োগ না থাকায় সন্ধ্যার পরে চলনবিলের বিস্তীর্ণ মাঠের অনাবাদি জমির মধ্যে কারেন্ট জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখা হয়। ভোরে জাল ও ফাঁদ থেকে পাখি ছাড়িয়ে এনে এলাকার হাট-বাজারে বিক্রি করা হয়। শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে খাবারের সন্ধানে চলনবিল এলাকায় ছুটে আসছে পরিযায়ী পাখিসহ দেশীয় নানা প্রজাতির পাখি। পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে চলনবিলসহ আশপাশের এলাকাগুলো। পেশাদার শিকারিরা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন শুরু করছে।
চলনবিল ঘুরে দেখা গেছে, চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ হাট এলাকার করতোয়া নদীর বৃরায়নগর সেতু সংলগ্ন জলাশয়ে বসেছে হাজারো পাখির মেলা। দলে-দলে বালিহাঁস পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। গাছের ডালে বসে আছে ছোট-বড় পানকৌড়ি, বক ও মাছরাঙ্গা। মাঝে মধ্যে গাঙচিলের আক্রমণে পাখিগুলো গাছের ডাল ও পানি থেকে ঝাঁক বেঁধে উড়ে উঠছে।
চলনবিল রক্ষা আন্দোলন কমিটির তাড়াশ উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ জেনেও তা করা হচ্ছে। পাখি কিনে ফেসবুকে পোস্ট করছেন অনেকে। মূলত ক্রেতার উৎসাহে পাখি ধরেন শিকারিরা। চলনবিলের অতিথি পাখি বাঁচাতে শিকারি ও ক্রেতা উভয় পক্ষের সচেতনতা জরুরি।
তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, শীতে সাদা বক, ধূসর বক, বালি হাঁস, শামুকখোল, রাতচোড়া, কাঁদা খোঁচা, মাছ রাঙ্গা, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি সারসসহ অসংখ্য পাখির দেখা মেলে চলনবিলে। এ সময় পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। পাখি জৈববৈচিত্র্যের অন্যতম অংশ, প্রাকৃতিক সম্পদও বটে। সুস্থ-সুন্দরভাবে বাঁচার জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা অপরিহার্য।
সেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের নির্বাহী পরিচালক শরীফ খন্দকার বলেন, বেশকিছু পাখি শিকারিকে শনাক্ত করতে পেরেছি। তাদের সঙ্গে কথা বলেছি। কয়েকজন পাখি ক্রেতার সঙ্গেও কথা হয়েছে। সবার অংশ গ্রহণে সচেতনতামূলক সভা করা হবে দ্রুতই।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন্দ বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকারিদের এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, লোকবল কম আমাদের। পাখি শিকারিদের বিরুদ্ধে কিছু করতে পারছিনা।
‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’
শিবিরের কৌশলে ডাকসুতে ভরাডুবি ছাত্রদলের
সাতক্ষীরায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র শিবিরের বর্ণাঢ্য র্যালি
মাদারীপুরে ঘরের চালায় ঢিল ছুঁড়ে অভিনব কায়দায় প্রবাসীর স্ত্রীকে হত্যা
জুলাই বিপ্লবের স্মরণে পদযাত্রাঃপাবিপ্রবিতে
মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান, জানা গেল নেপথ্য কারণ
জবি শিক্ষক-শিক্ষার্থীরা গণঅনশনে, কাকরাইল মাতাচ্ছেন কবিতা স্লোগানে
বর্ষবরণের শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল
প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ফের হতাশ মির্জা ফখরুল
কী অবদান ছদ্মবেশী সালমানের (সাদেক কায়েম), মূল ঘটনা তুলে ধরলেন সাংবাদিক জুলকারনাইম