প্রকাশিত: ০৯ জুলাই, ২০১৭ ০৩:০১:৩৬
গোধূলীবেলার মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। গোধূলীলগ্নের অপরূপ রূপের স্তুতিবাক্য কবি-সাহিত্যিকরা তাদের বহু লেখায় তুলে ধরেছেন। কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন/ সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;/ পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন/ তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল’।

যেন কবিতার মতোই এ দৃশ্য। কবি বলেছেন, ‘শেষ বিকেলের আলো যখন চলে যাবে.../ যখন ছুটি নিবে গোধূলী, তুমি কোথায় রবে?’ এমন মায়াবী সৌন্দর্যে কবির মতো মুগ্ধ হই আমরাও। হারিয়ে যাই নিজের অজান্তে। ময়মনসিংহ গেলে এমন দৃশ্য চোখে পড়বে আপনারও।
গোধূলীর মেঘ যেন সিঁদুর মেখে আছে। কপালে ছোট্ট টিপ পরেছে। যতদূর চোখ যায়, দেখা যায় ভুবন মোহিনী রূপ। একটু একটু করে ডুবে যায় সূর্য। চারিদিক থেকে আঁধার নেমে এসে ঘিরে ধরে পৃথিবী। কণ্ঠশিল্পী মাইলসের গানে, ‘শেষ বিকেলের আলোয়/ বিষাদ সন্ধ্যায়/ চলতে চলতে এই পথে/ হঠাৎ প্রশ্ন জাগে/ আর কতকাল খুঁজবো তোমায়’।

গানের মতোই জলে নামে বিষাদের ছায়া। কী যেন খুঁজি সারাটা জীবন।
প্রজন্মনিউজ২৪/কেএম লুৎফর
নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন
বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান
ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
মাভাবিপ্রবি ছাত্রশিবিরের নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন
ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা
ড. ইউনূস সরকারের অধীনে এবারের নির্বাচন হবে
ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত