রাবি ছাত্রলীগের সম্মেলন কবে?

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৩ ১১:১৭:৪৭

রাবি ছাত্রলীগের সম্মেলন কবে?

রাবি প্রতিনিধি: ছয় বছরেরও বেশি সময় ধরে একই কমিটি দিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। এদিকে নতুন কমিটির জন্য বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়ার সাড়ে চারমাস অতিক্রান্ত হলেও এখনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ফলে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে ভর করছে হতাশা। এতে করে বিশৃঙ্খলাও দেখা দিচ্ছে শাখাটির মধ্যে। আগামী জাতীয় নির্বাচনের আগেই নতুন কমিটি গঠিত না হলে, শাখাটি হুমকির মুখে পড়বে বলে মনে করছেন শাখাটির পদপ্রত্যাশী নেতারা।

সম্মেলন বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব বলছেন, তারা সম্মেলন আয়োজন করতে প্রস্তুত আছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশনা দিলেই, তারা কাজ শুরু করবেন। কেন্দ্রীয় ছাত্রলীগও বলছেন, রাবি শাখার গতিশীলতা বৃদ্ধির জন্য তারা অতিদ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সম্মেলন বিষয়ে সভাপতি পদপ্রত্যাশী মো. মেসবাহুল ইসলাম বলেন, সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশী সকলেই হতাশার চরম সীমায় অবস্থান করছেন। যেহেতু হতাশা কাটিয়েই রাজনীতি করতে হয়, সেহেতু সকলেই হতাশা সত্বেও রাজনীতি করার চেষ্টা করছে। দীর্ঘদিন রাবি শাখার নতুন কমিটি না হওয়ায় এখানে এতোটাই রাজনৈতিক অনুর্বরতা কাজ করছে যে, রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কর্মসূচিতে শাখাটির অ্যাক্টিভ নেতাদের সংখ্যা দশের নীচে নেমে এসেছে। রুটিন ওয়ার্কেও তাদের উপস্থিতি সন্তোষজনক না। এমনকি হল শাখার নেতাকর্মীরাও ক্যাম্পাস ছাড়া শুরু করেছে। 

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। অতিদ্রুত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া না হলে, রাবি ছাত্রলীগ অস্তিত্ব বিলীন হওয়ার সম্মুখীন হবে। কারণ, অধিকাংশ নেতাকর্মীর পড়াশোনা শেষ হওয়ায় তাদের মধ্যে রাজনৈতিক আবেদন কমে গেছে। স্মার্ট নেতৃত্ব তৈরীর জন্য সম্মেলনের কোনো বিকল্প নেই। আমাদের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি- সাধারণ সম্পাদকও দায়িত্ব ছাড়তে চান।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাওহিদ দূর্জয় বলেন, সময়মত কমিটি গঠিত না হলে, সংগঠনের চেইন অব কমান্ড ভেঙ্গে যায়। বর্তমানে, রাবি শাখা ছাত্রলীগের মধ্যেও চেইন অব কমান্ড নাই। নেতাকর্মী আছে, কিন্তু তাদের মধ্যে ঐক্য নাই। সামনে নির্বাচন আসছে। ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখা এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে শক্তিশালী করার জন্য নতুন কমিটি গঠনের কোনো বিকল্প আছে বলে মনে করিনা।

সম্মেলন বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, 'আমাদের সম্মেলন দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ইতিমধ্যে অবগত করেছি। তারা যখনই নির্দেশ দিবে, তখনই আমরা সম্মেলন আয়োজন করার জন্য প্রস্তুত আছি।'

এবিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার কাছে জানতে চাওয়া হলে, কেন্দ্রীয় ছাত্রলীগকে জিজ্ঞেস করতে বলে তিনি বলেন, 'এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ সিভি জমা নেওয়ার জন্য আমাদের নির্দেশনা দিয়েছিল এবং সম্মেলনের ডেটও হয়েছিল। কিন্তু তারা সম্মেলনটা করতে পারে নাই বা তাদের রাজশাহীর নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে বা সময়ের অভাবে বা যেভাবেই হোক সম্মেলন হয়নি। আমার মনে হয়, এবিষয়ে তারাই ভালো বলতে পারবে। আর তারা যখনই ডেট দিবে, আমরা তখনই প্রস্তুতি আছি।'

সম্মেলন বিষয়ে কথা হয় সদ্য সাবেক রাবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত অন্যতম কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান তাপস বলেন,'রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের ডেট দেওয়ার সময়ই কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের ডেট হয়ে গিয়েছিল। একারণে আমরা রাবি শাখার সম্মেলনটা করতে পারি নাই। কেন্দ্রীয় ছাত্রলীগে এখন নতুন নেতৃত্ব এসেছে। তাদের চেনাজানা বা খোঁজখবর নেওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু এখনো কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়নি, সেহেতু কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকই বিষয়টা দেখভাল করবেন।'

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হওয়ার আগে রাবি ছাত্রলীগের সম্মেলন হতে পারে কিনা জানতে চাইলে এই সাবেক নেতা বলেন, 'এবিষয়ে একমাত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকই বলতে পারবেন। আমি যেহেতু রাবি শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলাম, সেহেতু আমি কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে সাংগঠনিক বিষয়গুলো তুলে ধরতে পারি।'

সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন,'রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাটি বাংলাদেশ ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। এই গুরুত্বপূর্ণ শাখাটির গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা অতিদ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।'

সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নিয়ে এমন কোনো চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে এই কেন্দ্রীয় নেতা বলেন,'সম্প্রতি বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো বিভিন্ন কারণে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্তির কারণগুলো সংবাদ বিজ্ঞপ্তিতেই উল্লেখ আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ওইরকম উদ্ভূত পরিস্থিতি নেই।'

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার আগে রাবি শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে পারবে কিনা জানতে চাইলে কেন্দ্রীয় এই নেতা আরো বলেন,'এবিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছিনা। তবে, রাবি শাখার গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা অতিদ্রুতই প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবো।'

প্রসঙ্গত, গতবছরের ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাবি শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। ওইসময় ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন। এরপর গতবছরের ১২ নভেম্বর শাখাটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই তা স্থগিত করা হয়। ইতিমধ্যে জীবনবৃত্তান্ত জমা নেওয়ার সাড়ে চারমাস অতিক্রান্ত হয়ে গেছে। শাখাটির বর্তমান কমিটি গঠিত হয়েছিল ২০১৬ সালের ১১ ডিসেম্বর।


প্রজন্মনিউজ২৪/হাসিব

এ সম্পর্কিত খবর

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ