বই পডার অভ্যাস হোক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৩ ১০:৫০:১৭

বই পডার অভ্যাস হোক

মোঃআবদুল ওহাব বাবুল: বই মানুষের প্রকৃত বন্ধু। নিজ কে সমৃদ্ধ করতে হলে বই পডার কোণ বিকল্প নেই।আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব আলোকিত করে দেয়, তেমনি বই মানুষের চিন্তা চেতনা ও বিশ্বাস কে অন্ধকার জগৎ থেকে আলোতে নিয়ে আসে। বই অতীত থেকে ভবিষ্যত, নিকট থেকে দূরে এমন যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে।

একজন দার্শনিক বলেছিলেন, বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সাথে কোন দিন ঝগডা হয়না, কোণ দিন মনোমালিন্য হয়না। বই মানুষের জ্ঞানচক্ষু খুলে দিয়ে মনের জগৎ কে প্রসারিত করে। মুসলিম সাহিত্য সমাজের দার্শনিকরা বলেছিলেন,জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আডষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞানই হলো একুশ শতকের সম্পদ। একটি বই অনেক সময় মানুষের জীবনকে পর্যন্ত বদলে দিতে পারে।

বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যাপক সাডার ফলে আমরা দিন দিন বই পডা থেকে বিমুখ হয়ে যাচ্ছি। ফেইসবুক সহ নানান ধরনের সোস্যাল মিডিয়ায় আমাদের সময় গুলো নষ্ট করে ফেলছি। আমরা বই বিমুখ হয়ে অনলাইন আসক্ত হয়ে যাচ্ছি। তাই আসুন, আমরা বই পডার অভ্যাস গডে তুলি।


প্রজন্মনিউজ২৪/হাসিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ