এক ঝাঁক শিল্পীদের নিয়ে পিঠা উৎসব পালিত

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৪ ১২:৫৭:২৭

এক ঝাঁক শিল্পীদের নিয়ে পিঠা উৎসব পালিত

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার (২৭ জানুয়ারি-২০২৪) আনুমানিক সকাল ৯ টায় মুসাস কার্যালয়ে শিল্পী  ও অভিভাবকদের আয়োজনে " পিঠা উৎসব -২০২৪" অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী পুলি পিঠা,তেলের পিঠা, নকশী পিঠা, ভাপা পিঠা,  ডিম পুলি,শামুক পিঠা,তালের পিঠা, ডিম পিঠাসহ ১২ রকমের পিঠার আয়োজন করেন শিল্পী অভিভাবকরা।

উক্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর অন্যতম উপদেষ্টা মু. নেয়ামাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর বর্তমান পরিচালক এবং মুসাস এর প্রতিষ্ঠাতা পরিচালক এম মহিউদ্দিন আজাদ এবং গোমতি'র সাবেক পরিচালক মু. আহসান হাবিব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসাস এর সদ্য বিদায়ী পরিচালক মাজহারুল ইসলাম নাঈম, শিল্পী আব্দুল কাইয়ুম ছিদ্দিকী, বর্তমান পরিচালক এম আব্দুর রহিমসহ গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শিল্পীবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মুসাস পরিবার কে ধন্যবাদ জানান এমন ভিন্নধর্মী উৎসবের আয়োজন করায়। সব শেষে দেশীয়া সংস্কৃতি ও সুস্থ সংস্কৃতির মিলবন্ধনের মাধ্যমে সকল প্রকার সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখারো আহবান জানান তিনি। এছাড়াও অন্যান্য মেহমানের আলোচনায় সুস্থ সংস্কৃতি লালন করার বিষয়টি ফুটে উঠে। এরপর পিঠা খাওয়ার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।


প্রজন্মনিউজ২৪/এএএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ