রেল বস্তিসহ গণকবর ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২২ ১০:৫৪:৩৪

রেল বস্তিসহ গণকবর ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

মোঃ ইয়াছিন আরাফাত,
বেনাপোল প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া রেলস্টেশন বস্তিতে বসাবসকারী ১২ টি ভুমিহীন দুস্থ পরিবারের মাঝে জমি ইজারা না দিয়ে ও স্থানীয় গণকবর ভুমি দস্যু মিরাজ মোল্লা কে অবৈধভাবে ইজারা দিয়ে দখল করে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে স্থানীয়রা যশোর খুলনা মহাসড়কের চেংগুটিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। 

২৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩.০০ টার সময় চেঙ্গুটিয়া বাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী খুলনা বি এল কলেজের ছাত্রী আকলিমা খাতুন, সমাজ সেবক মন্টু ঘোষ, সমাজ সেবক মোহসিন হোসেন।

ভূক্তভোগীরা বলেন, জনৈক রেলওয়ে কর্মকর্তা আমাদের প্রত‍্যেকের কাছ থেকে ডিসিআর বাবদ টাকাসহ অতিরিক্ত টাকা নিয়েও আমাদেরকে বরাদ্দ না দিয়ে অতিরিক্ত অর্থ লোভে অন‍্যকে বরাদ্দ দিয়েছেন। রেলওয়ে কর্তৃক দেওয়া ইজারা বাতিল করে ভুমিহীন দের মাঝে ইজারা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

এলাকাবাসীর মানববন্ধন ও অভিযোগের বিষয়ে সাবেক পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ গফ্ফার বলেন, বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখজনক ঘটনা। তারা গরীব গৃহহীন মানুষ, ওই জমি যদি বন্ধবস্ত দিতে হয়, তবে সকলের আগে ওই গরীব অসহায় মানুষেরা পাওয়ার কথা কিন্তু রেল কতৃপক্ষের এমন কর্মকান্ড আমি পছন্দ বা সমর্থন করিনা। 

এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি, ওই পরিবার গুলো ওখানে বসবাস করছে, তাদেরকে আমি সব সময় সহযোগিতা করে থাকি কিছুদিন আগে আমি টিউবওয়েল সহ বিভিন্ন সহযোগিতা করেছি। তারা সকলে ভূমিহীন আমি তারা রেলওয়ে জমিতে বহুদিন যাবত শান্তি বজায় রেখে বসবাস করছে। এখন হঠাৎ কোথায় বাড়ি সে এসে বলছে এই জমি তাকে ডিসিআর দিয়েছে। এটা মেনে নিতে পারছিনা। আমি মাননীয় প্রধানমন্রীসহ কতৃপক্ষের কাছে আবেদন করছি অনতিবিলম্বে ওই ব্যাক্তির ডিসিআর বাতিল করে এই ভূমিহীনদের নামে এই রেলওয়ে জমি বন্ধবস্ত দিলে কয়েকটি পরিবার বাঁচবে আমি জনগণের সেবক এবং সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।


প্রজন্মনিউজ২৪/সাঈদ

 

এ সম্পর্কিত খবর

প্রচণ্ড গরমে দিনের পরিবর্তে রাতে কাজ করবে ফ্যাক্টরির শ্রমিকরা

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

শুভ জন্মদিন ‘ক্রিকেট ঈশ্বর’

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ