উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ০৪:৫২:০০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মোঃ নাজমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর, পাল্স অক্সিমিটার ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, শুধু পত্রিকার পাতায় বিবৃতি দিয়ে ও টক-শোতে আওয়ামী লীগের সমালোচনা করে জনগনের সেবা করা যায় না। 

সেবার মন-মানসিকতা থাকলে বাহিরে আসতে হয়, জনগনের পাশে থাকতে হয়। যেমন ভাবে করোনাকালে জনগনের পাশের থেকে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু করোনাকালেই নয়, যে কোন সংকটে দেশের মানুষের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

৩১ জুলাই ২০২১ শনিবার দুপুরে কাহারোল উপজেলা পরিষদ কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর, পাল্স অক্সিমিটার ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। 

এসময় ১টি অক্সিজেন কনসেনট্রেটর, ২টি পালস অক্সিমিটার, ৫০ বোতল সেনিটাইজার, ৫০০ পিচ হ্যান্ড গ্লোবস, ৬০ পিচ মাস্ক ও ৩০০ পিচ সার্জিকেল মাস্ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম এর হাতে তুলে দেন এমপি গোপাল। 

এমপি গোপাল আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রনোদনা দিয়েছেন এবং বর্তমানেও চিকিৎসা সরঞ্জাম প্রদান অব্যাহত রেখেছেন। যাতে তারা দেশের মানুষের সেবা নিশ্চিত করতে পারে। 

তিনি বলেন, দেশে একজনও ভ্যাকসিন ছাড়া থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তাই সকলকে করোনার বিস্তার রোধে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। 

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা প্রকৌশলী নিমাই চন্দ্র বৈষ্ণব।

এসময় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে দিনাজপুর পরমানু চিকিৎসা কেন্দ্রের নিউক্লিয়ার অব এলায়েড সায়েন্স এর হলরুম ও ল্যাবের অত্যাধুনিক পরীক্ষা যন্ত্র পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক বিশিষ্ট বক্ষব্যধী চিকিৎসক ডা. বি বোস উপস্থিত ছিলেন।


প্রজন্মনিউজ২৪/নাজমুল/রায়হান
দিনাজপুর 

এ সম্পর্কিত খবর

আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

জুড়িতে পরিকল্পিত সড়ক দুর্ঘটনায় একজনকে হত্যার অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুরের তিনটি উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে

পিরোজপুরের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা

ঝালকাঠিতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এক দশকে সবচেয়ে কম ভোট

বিএনপির বহিষ্কৃত নেতারা ভোটেও হারলেন

ঝালকাঠিতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের মুন্নী , চলছে ব্যতিক্রমী প্রচারণা

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ককটেল বিস্ফোরণে ৫ জন আহত 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ