মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের মুন্নী , চলছে ব্যতিক্রমী প্রচারণা

প্রকাশিত: ০৯ মে, ২০২৪ ০৭:১৪:৩৮

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের মুন্নী , চলছে ব্যতিক্রমী প্রচারণা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মুন্নী নামে তৃতীয় লিঙ্গের একজন। ইতোমধ্যে সঙ্গীদের নিয়ে ব্যতিক্রমী নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

মুন্নী দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা। ছয় ভাই বোনের মধ্যে মুন্নী দ্বিতীয়। নির্বাচনে তিনি প্রতীক পেয়েছেন সেলাই মেশিন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী ২১ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মুন্নীসহ ছয় প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন বাজারে মোড়ে  ঢাকঢোল বাজাতে বাজাতে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসে। গাড়ি থেকে নেমে কয়েকজন হিজড়া সড়কের ওপর দাঁড়িয়ে গান শুরু করেন। তাদের গান শুনে জড়ো হন উৎসুক জনতা। এর ফাঁকে লিফলেট ও পোস্টার বিলি করে ভোট চাইতে শুরু করেন মুন্নী। তাকে ভোট দেবেন বলে আশ্বস্ত করেন ভোটাররা।

ভোটাররা জানান, শেষ মুহূর্তে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে একমাত্র হিজড়া প্রার্থী মুন্নীর প্রচারণায় হিজড়ারা অংশ নিচ্ছেন। তারা নেচেগেয়ে ভোট চাচ্ছেন। তাদের ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিচ্ছেন ভোটাররাও।

স্থানীয় ভোটার আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সেলাই মেশিন প্রার্থী মুন্নী নির্বাচনি প্রচারণা ব্যতিক্রম। এবার তাকে ভোট দেওয়ার কথা ভাবছি।’

ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী বলেন, ‘ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার ঘর-সংসার নেই। কাজেই আমাকে দুর্নীতি করে টাকাপয়সা জমাতে হবে না। নির্বাচিত হলে সরকারি সব সুবিধা জনগণের মধ্যে সঠিকভাবে বণ্টন করবো।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, ‘আগামী ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনও অভিযোগ পাইনি আমরা।’


প্রজন্মনিউজ২৪/এম এম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ