জাবিতে প্রথম রিসার্চ গ্রাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ মে, ২০২৪ ০৭:৫৮:৪২

জাবিতে প্রথম রিসার্চ গ্রাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গ্রাজুয়েট রিসার্চ কনফারেন্স-২০২৪। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে আইন ও বিচার বিভাগ এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘প্রতিবন্ধকতা মোকাবেলা: সামাজিক পরিবর্তনে প্রশ্নে আন্ত:শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি’ শীর্ষক শিরোনামে আয়োজিত দিনব্যাপী সম্মেলনটি মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

এর আগে সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকাল ১০টায় একই সঙ্গে ৯টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন শিক্ষক ও গবেষকরা। মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সোশ্যাল জাস্টিস, গ্লোবালাইজেশন, কালচারাল ডাইভারসিটি, গভার্ন্যান্স এবং টেকনোলজি ও ইনোভেশন। এ গ্রেজুয়েট রিসার্চ কনফারেন্সে মোট ৯ টি বিষয়ের উপর শিক্ষার্থীরা ৭০ টি রিসার্চ পেপার জমা দিয়েছে। যার মধ্যে ১০ টি ভিডিও প্রেজেন্টেশন, ৬ টি পোস্টার প্রেজেন্টেশন ও ৫৪ টি ওরাল প্রেজেন্টেশন রয়েছে।

বিকাল ৩টায় অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শেখ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ উপস্থিত থাকবেন।

সমাপনী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আক্তার হোসাইন। এছাড়াও আলোচনা রাখবেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. দারা শামসুদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. নুরুল হক ও আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিস্ট মানিক মাহমুদ।

অনুষ্ঠানের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ বলেন, এ আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় একটি শুভ সূচনা। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন সাফল্যমণ্ডিত হবে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা রাখছি। সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা ও গবেষণার ক্ষেত্র কিভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি। আমরা গবেষণার বই পাবলিকেশন করব। আগামী বছর থেকে আমরা সব অনুষদের গবেষণা কেন্দ্রীয়ভাবে করবো।

উপচার্য ড. নূরুল আলম বলেন, গবেষণায় জাবি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় টাইমস হাইয়ার অ্যাডুকেশনে দেশের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আরও ভালো অবস্থানে থাকার জন্য গবেষণার তথ্য ওয়েবসাইট নিয়মিত আপডেট রাখার জন্য কাজ করছি। এ ধরনের আয়োজন আমাদের র‍্যাঙ্কিং উন্নতিতে আরও সাহায্য করবে।

এদিকে সম্মেলন উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জাবি শিক্ষকদের প্রকাশিত বই এবং বিভিন্ন বিভাগের জার্নাল প্রদর্শনী চলছে। এছাড়া গতকাল সোমবার ও আজ মঙ্গলবার এ দু’দিনব্যাপী ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আয়োজিত বইমেলায় সম্মেলন উপলক্ষে সমস্ত বইয়ে শিক্ষকদের জন্য ৩০ ও শিক্ষার্থীদের জন্য ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

এ সম্পর্কিত খবর

“বঙ্গবন্ধু শান্তিু পুরষ্কার” নামে আর্ন্তজাতিক শান্তি পুরষ্কারের ঘোষণা সরকারের

ইরানি প্রেসিডেন্টের মৃত্যু ও সৌদি বাদশাহর স্বাস্থ্য উদ্বেগে বেড়েছে তেলের দাম

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান

ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারে?

গোমস্তাপুরে স্টক করে যুবলীগ নেতার মৃত্যু

জামায়াত সহ ৩৯টি দলের সঙ্গে বৈঠক, যে বার্তা দিলো বিএনপি

ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দিলো না স্পেন

রাবিতে হিন্দু শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

খুলনার ৩ উপজেলার ৬৯ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ