আগামীকাল দেখা যাবে বছরের প্রথম সুপারমুন

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২১ ০৩:৫১:৩৭

আগামীকাল দেখা যাবে বছরের প্রথম সুপারমুন

চিরচেনা চাঁদকে একটু ভিন্নরূপে দেখার সুযোগ পাবেন আগামীকাল রোববার মধ্যরাতে। এদিন মধ্যরাতে আকাশে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের এই চাঁদ সুপারমুন নামে পরিচিত। এটাই ২০২১ সালের প্রথম ‘সুপারমুন’।

নাসার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রোববার মধ্যরাতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসা আরও জানিয়েছে, রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখতে পাওয়ার সুযোগ মিলবে এ বার টানা ৩ দিন ধরে। শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত। এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেয়া হয় ১৯৭৯ সালে।

প্রজন্মনিউজ২৪/ মামন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ