টিকটক ভিডিও নির্মাতাদের জন্য সুখবর

প্রকাশিত: ০৪ মে, ২০২৪ ০১:০৮:৩৮

টিকটক ভিডিও নির্মাতাদের জন্য সুখবর


নিজস্ব প্রতিনিধিঃ আবারও জনপ্রিয় শিল্পীদের গানের পরিবেশক সংস্থা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) সঙ্গে চুক্তি করেছে টিকটক। ফলে ইউএমজির তালিকাভুক্ত শিল্পীদের গান নিজেদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। তারা নিজেদের তৈরি ভিডিওতে টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, দ্য উইক্যান, ড্রেক ও কোল্ড প্লের মতো শিল্পী ও ব্যান্ডের গান ব্যবহার করতে পারবেন।

এর আগে গত জানুয়ারি মাসে টিকটকের সঙ্গে ইউএমজির চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর চুক্তি নবায়নের জন্য টিকটককে বেশ কয়েকটি শর্তও জুড়ে দেয় ইউএমজি। তবে শর্তগুলো মানতে অস্বীকার করে টিকটক। চুক্তি নবায়ন না হওয়ায় টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, দ্য উইক্যান, ড্রেক ও কোল্ড প্লে র মতো জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের গানগুলো টিকটক ভিডিওতে ব্যবহারের সুযোগ বন্ধ করতে বাধ্য হয় চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি (ইউএমজি)। ফলে বিপাকে পড়েন ভিডিও নির্মাতারা।

টিকটকের গ্লোবাল মিউজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ওলে ওবারম্যান বলেন, আমরা ইউএমজিকে টিকটকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। শিল্পী এবং গীতিকারদের রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন এআই টুলের সঠিক ব্যবহার নিয়েও কাজ করবে টিকটক ও ইউএমজি।

প্রসঙ্গত, ইউনিভার্সাল মিউজিক গ্রুপের দখলে রয়েছে বিশ্বের সংগীত বাজারের এক-তৃতীয়াংশ। টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, কোল্ড প্লে, দ্য উইক্যান ও ড্রেকের মতো জনপ্রিয় শিল্পীরা ইউনিভার্সালের হয়ে গান করেন। ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তির আওতায় তাদের গান থেকে টিকটকের আয়ের মাত্র ১ শতাংশ অর্থ পান তারা।  


প্রজন্মনিউজ২৪/আরা 


 

এ সম্পর্কিত খবর

ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের পক্ষে এএফসি  

অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক

এবার ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের

খুলনা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু

শিক্ষার্থীকে মধ্যরাতে ঘুম থেকে তুলে বিছানাপত্র নামিয়ে দিল ছাত্রলীগ

লোডশেডিংয়ে ভোগান্তিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

চোরাই পথে যাতে পশু না আসে সেজন্য আমরা সজাগ থাকবো: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান

ডোনাল্ড লু ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

গাজায় পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কটাক্ষ, কড়া জবাব নেতানিয়াহুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ