অফিস ভাঙচুর

নোবিপ্রবিসাস প্রশাসনের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ১২:১০:৫৬

নোবিপ্রবিসাস প্রশাসনের তদন্ত কমিটি গঠন

মোঃ ফাহাদ  হোসেন,  নোবিপ্রবি প্রতিনিধি। ১৬ জুলাই ( বৃস্পতিবার) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল  মঙ্গলবার (২১ জুলাই) নোবিপ্রবির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মজনুর রহমানকে এই তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোবিপ্রবির প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, সহকারী প্রক্টর মজনুর রহমানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আগেই উনাকে মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কাজ শুরু করে দিয়েছেন। আজ অফিস আদেশের মাধ্যমে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ভাংচুরের তদন্তে প্রয়োজন অনুসারে তাকে সহযোগিতা করবে।

এ ব্যাপারে সহকারী প্রক্টর মজনুর রহমান বলেন, বিকেলে নোটিশ হওয়ার কথা, আমি এখনো হাতে পাইনি। হাতে পেলেই তদন্ত কার্যক্রম শুরু করবো।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের ২য় তলায় দপ্তর ভাঙচুর অবস্থায় পেয়েছেন সমিতির সদস্যরা। তারা জানান, করোনা সংক্রমণের শুরুতে মার্চ মাসের শেষ দিক থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় দপ্তরে কারো আসা হয়নি। এদিন বিশেষ কাজে দপ্তরে গেলে ভাঙচুর অবস্থায় পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই দপ্তর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের এই ঘটনায় দপ্তরের মূল ফটকে থাকা সংগঠনের নাম সম্বলিত সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও অফিসের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্রে হামলা করার চেষ্টা চালায়।

এই ঘটনায় সোমবার ( ২০ জুলাই)  নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে   জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য  দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত  অভিযোগ প্রদান করা হয়।

এছাড়াও এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নোবিপ্রবির বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষকদের সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংবাদিক সংগঠনসহ ৪০টির অধিক সংগঠন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ