গাইবান্ধায় নিউরন নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:২৭:৫৯

গাইবান্ধায় নিউরন নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি শুক্রবার “সেবাই আমাদের লক্ষে”এই শ্লোগানকে সামনের রেখে গাইবান্ধা কলেজ রোড, আজ গাইবান্ধা ক্লিনিক এর হলরুমে নিউরন নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা উদ্বোধন করেন নিউরন নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ একরাম হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা বি.এম.এ সভাপতি ডাঃ মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তাজুন্নাহার বেগম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, ম্যানেজারস্ ফোরামের সহ-সভাপতি মোঃ ফুয়াদ আরমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও নিউরন নার্সিং ইনস্টিটিউটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আকবর হোসেন।

আলোচনা শেষে ফিতা কেটে নিউরন নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দগণ নিউরন নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে (প্রাকটিক্যাল সামগ্রী) পরিদর্শন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরিয়ন ইনফিউশন লিঃ এর প্রতিনিধি মোঃ মাহাবুর রহমান, রেনেটা লিঃ এর প্রতিনিধি আব্দুল মান্নান সরকার, ফিরোজ আহম্মেদ, রেনেটা লিঃ এর ম্যানেজার মাহাবুব রহমানসহ  বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি, গাইবান্ধা ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীবৃন্দ।

নিউরন নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীগণ অনেক কিছু শিখতে পারবে এবং ভবিষ্যৎ জীবন মান উন্নয়ন কাজ করে যাবে। এছাড়াও গাইবান্ধাবাসীকে বিভিন্ন প্রকার সেবা দেওয়ার আহবান জানান বক্তাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন আশরাফ হোসেন ও সার্বিকভাবে সহযোগিতা করেন গাইবান্ধা ক্লিনিকের ম্যাজোর প্রভাত কুমার কাঞ্চন।

প্রজন্মনিউজ২৪/ আজাদ / মামুন

 

এ সম্পর্কিত খবর

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

বিশ্ব বই ও কপিরাইট দিবস আজ

সনদ বাণিজ্য: সরানো হল কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে

এডিস মশার লার্ভা পাওয়া গেলেই জেল-জরিমানার হুঁশিয়ারি

আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা

গবেষণা ক্ষেত্র নির্ধারণের জন্য হাবিপ্রবিতে অনুষদ ভিত্তিক কর্মশালা শুরু

মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা

সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ