৩৩৮ ফুট দৈর্ঘ্যের পিৎজা!

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২০ ১২:০৩:৫৭

৩৩৮ ফুট দৈর্ঘ্যের পিৎজা!

বিশ্বে জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম পিৎজা। ভোজনরসিকদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে ৩৩৮ ফুটের দানব আকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটি রেস্তোরাঁর মালিক!

সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতে এটি বানানো হয় বলে জানিয়েছেন ওই রেস্তোরাঁর মালিক। শুক্রবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা জন্য পিয়েরে ও রোজমেরি নামে দুই ভাইবোন সিডনিতে পেলোগ্রিন্নি নামে তাদের রেস্তোরাঁয় দানব আকৃতির পিৎজাটি বানান। পরে পেলেগ্রিন্নি ইনস্টাগ্রামে সেই পিৎজাটির ছবি শেয়ার করে।

রোজমেরি জানান, বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বাসিল লিফ দিয়ে গারনিশ করা। অলিভ অয়েলে এ পিৎজাটি বানাতে প্রায় চার ঘণ্টা সময় ও ৯০ কেজি ময়দা লেগেছে। পরে পিৎজাটি চার হাজার খণ্ডে ভাগ করা হয়।

পেলেগ্রিন্নি রেস্তোরাঁর কর্ণধার পিয়ের মৈও সিএনএনকে বলেন, হয়তো আমাদের পিৎজা বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু দুস্থদের অর্থ সাহায্য করতে এটি বানানো হয়েছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ