মাত্র ১টি ছক্কা হাঁকালেই ৪০০ ছক্কার ক্লাবে রোহিত

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০১৯ ০৩:০৬:০৬

মাত্র ১টি ছক্কা হাঁকালেই ৪০০ ছক্কার ক্লাবে রোহিত

ভারতীয় ওপেনার রোহিত শর্মা আর মাত্র একটি ছক্কা থেকে দূরে রয়েছেন রেকর্ডবুকের পাতায় নিজের নাম লেখানো থেকে। সব ফরম্যাট মিলে ৪০০ ছক্কার সামনে দাঁড়িয়ে ভারতের এই সফল ওপেনার। হিটম্যান যদি আজকের ম্যাচে উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে হায়দ্রাবাদে একটি মাত্র ছক্কা হাঁকান তাহলেই প্রথম ভারতীয় হিসেবে ৪০০ ছক্কার ক্লাবে ঢুকে পড়বেন তিনি।

বিশ্ব ক্রিকেটে এই কৃতিত্ব একমাত্র অর্জন করতে পেরেছেন মাত্র দু'জন। একজন পাকিস্তানের শহিদ আফ্রিদি ও উইন্ডিজের ক্রিস গেইল। গেইলের ঝুলিতে রয়েছে ৫৩৪টি ছক্কা। সব থেকে বেশি ছক্কার রেকর্ড রয়েছে তারই। দ্বিতীয় স্থানে ৪৭৬টি ছক্কা হাঁকিয়ে রয়েছেন আফ্রিদি। রোহিতের ঝুলিতে এখন পর্যন্ত ছক্কা রয়েছে ৩৯৯টি। তার মধ্যে ২৩২টি এসেছে একদিনের ম্যাচে, ৫২টি টেস্টে ও ১১৫টি টি২০তে। ২০১৯-এ সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে তারই কাছে। এই বছর এখনো পর্যন্ত তিনি ৬৭টি ছক্কা হাঁকিয়েছেন।

২০১৭ ও ২০১৮ তেও এই রেকর্ড ছিল ভারতের ওপেনারেরই। ২০১৭তে তিনি ৬৫ ও ২০১৮তে তিনি ৭৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।

প্রজন্মনিউজ২২৪/জাহিদ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ