গাইবান্ধা সরকারি কলেজে বাড়ছে বখাটেদের উৎপাত

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০১৯ ০৪:৪৬:০৭

গাইবান্ধা সরকারি কলেজে বাড়ছে বখাটেদের উৎপাত

গাইবান্ধা, প্রতিনিধি: গাইবান্ধা জেলারমধ্যে অন্যতম কলেজ গাইবান্ধা সরকারি কলেজ।কলেজটি ১৯৪৭ সালে স্হাপিত হবার পর থেকেই অত্যান্ত শুনামের সাথেই এগিয়ে যাচ্ছে।এবং গাইবান্ধায় জেলায় এক নামে পরিচিত কলেজটি।গাইবান্ধায় শিক্ষার জন্য পরিচিত থাকলেও কিছুদিন যাবৎ নষ্ট হচ্ছে কলেজের শিক্ষার পরিবেশ।

ক্লাসের সময়ও মাঠে চলছে নানান রকম বখাটেদের আড্ডা, মাদকসেবন,সিগারেট, তাসখেলা সহ আরও অনেক কিছু।যারফলে কলেজটিতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। বিষয়টি নিয়ে ভ্রুক্ষেপ নেই কতৃপক্ষের। এমনকি শিক্ষকরাও এ্যাকশন নিচ্ছে না বখাটেদের হাতে মান হানির ভয়ে।

এবং শিক্ষার ব্যাঘাত ঘটতে পারে বলে প্রতিবাদ করতে পারছে না সাধারন শিক্ষার্থিরা।শিক্ষার্থিরা বলছে এ রকম পরিবেশের কারনে কমে যাচ্ছে শিক্ষার মান ও কলেজটিতে পড়ার আগ্রহ। তাই তাদের দাবি বখাটেদের হটিয়েদিয়ে দ্রুত কলেজের পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

বিষয়টি কলেজের কতৃপক্ষ ও কলেজের দায়িত্বে থাকা প্রশাসনের জানানো হলে তারা বলছে বিষয়টি তদন্ত করার পরেই এর বিরিদ্ধে কঠোর ব্যাবস্হা নেয়া ।

প্রজন্মনিউজ২৪/ নাজমুল / মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ