ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে কোহলির ডাবল সেঞ্চুরি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০১৯ ০৪:০৬:৪৪

ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে কোহলির ডাবল সেঞ্চুরি

পুনে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাননি রোহিত শর্মা, তার অভাব ঘুচিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। মায়াঙ্কের পর তিনিও পৌঁছে গেছেন তিন অংকে। গত বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। অবশেষে কোহলির দীর্ঘ এই সেঞ্চুরি খরা কাটল। আজ শুক্রবার ২৬তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের ব্যাটিং দানব। এই ইনিংসে খেলে কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানেরও এক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, ইতিমধ্যে দুইশ পেরিয়ে গেছে তার ইনিংস! পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ম্যাচটি অধিনায়ক হিসেবে কোহলির ৫০তম টেস্ট। ভারতীয় ক্রিকেটে এর চেয়ে বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন একমাত্র মহেন্দ্র সিংহ ধোনি। সাবেক ভারত অধিনায়ক ধোনি দলকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। কোহলি পুনে টেস্টে সৌরভ গাঙ্গুলীর ৪৯ টেস্টে অধিনায়ক থাকার রেকর্ড টপকে গেছেন। আর সেই টেস্টেই ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকে।

অধিনায়ক হিসেবে ৩০ বছর বয়সি কোহলির এটা ১৯তম টেস্ট সেঞ্চুরি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডও স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসেবে টেস্টে পন্টিংও ১৯ সেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে গ্রেম স্মিথের টেস্টে ২৫ সেঞ্চুরি রয়েছে। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে আট টেস্ট খেলিয়ে দেশের বিপক্ষে ঘরের মাঠে ও বাইরে সেঞ্চুরি করে ফেললেন তিনি।

এর আগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি ছিল না তার। একইসঙ্গে, ভারতীয়দের মধ্যে পঞ্চাশকে একশো রানে পরিণত করার কনভার্সন রেটের বিচারে শীর্ষে চলে এলেন তিনি। কোহলির কনভার্সন রেট ৫৩.১ শতাংশ। সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের কনভার্সন রেট ছিল ৫২.১ শতাংশ। বিশ্বক্রিকেটে ডোনাল্ড ব্র্যাডম্যানের কনভার্সন রেট সবচেয়ে বেশি- ৬৯ শতাংশ।

 তবে একটি রেকর্ডে অবশ্য স্যার ডনকেও টপকে গেছেন কোহলি। টেস্টে অধিনায়ক হিসেবে মোট ৮ বার দেড়শ ছাড়িয়ে গিয়েছিলেন ব্র্যাডম্যান। শুক্রবার পুনেতে কোহলি অধিনায়ক হিসেবে টেস্টে ৯ বার দেড়শ ছাড়ানো ইনিংস খেললেন কোহলি। তবে অধিনায়ক হিসেবে স্যার ব্র্যাডম্যানের এই রেকর্ড গড়তে সময় লেগেছিল ২৪ টেস্টে। আর অধিনায়ক হিসেবে কোহলির লেগেছে ৫০ টেস্টে। এজন্যই ব্যাটিং সাম্রাজ্যে স্যার ডন ব্র্যাডম্যান অনন্য।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ