সুনামগঞ্জের সর্ববৃহৎ সামাজিক অনলাইন প্লাটফর্ম 'সুনামগঞ্জ ডটকম'

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০১৯ ০৬:০২:১৯

সুনামগঞ্জের সর্ববৃহৎ সামাজিক অনলাইন প্লাটফর্ম 'সুনামগঞ্জ ডটকম'

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ, পিছিয়ে নেই বাংলাদেশের একটি অন্যতম জেলা সুনামগঞ্জ এবং তার মাটি মানুষ। অন্যদের মত সুনামগঞ্জেরও রয়েছে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং  রয়েছে তার সৌন্দর্যের রূপ কথার মত বর্ণনা, যা বাস্তবেও তাই। সুনামগঞ্জের এসব হাসি কান্নার সমস্ত তথ্য তত্ত্ব-উপাত্ত নিয়মিতই চোখে পড়ে একটি সর্ববৃহৎ সামাজিক অনলাইন প্লাটফর্ম পৃথিবীর জনপ্রিয় সাইট ফেইসবুকের একটি পাবলিক গ্রুপ 'সুনামগঞ্জ ডটকম' 

তথ্য নিয়ে জানা যায়, এটি সুনামগঞ্জের সর্ববৃহৎ অনলাইন সামাজিক যোগাযোগ প্লাটফর্ম। এর প্রতিষ্ঠাতা বিশ্বম্ভরপুর সরকারী দিগেন্দ্র বর্মণ কলেজের ইংরেজি প্রভাষক জনাব মশিউর রহমান। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি গ্রুপটির প্রতিষ্ঠাতা এডমিন। বর্তমানে জন কাজ করছেন। প্রতিষ্ঠা করেছিলাম ২০১৬ সালের ১৪ মে। পর্যন্ত গ্রুপটির সদস্য সংখ্যা দাড়িয়েছে প্রায় ১৪ হাজারের মত

গ্রুপটির লক্ষ-উদ্দেশ্য জানতে চাইলে তিনি জানান; সুনামগঞ্জ জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, কৃতী ব্যাক্তি, পর্যটন সম্ভাবনা, সামাজিক উন্নয়ন সমস্যা নিয়মিত তুলে ধরতেই 'সুনামগঞ্জ ডটকম' এর যাত্রা শুরু। সৃজনশীল তরুণ সম্প্রদায়কে সাথে নিয়ে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সুনামগঞ্জকে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।

 তিনি আরো বলেন, সৎ, দক্ষ দেশ প্রেমিক তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে সমাজিক  মানবিক কাজে জড়ো করার লক্ষ্যেই গ্রুপটি মূলত খোলা হয়েছিল। এই সামাজিক সাইটটিকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। সাইটটির মাধ্যমে মোটিভেশনাল কর্মকান্ড তুলে ধরে সমাজে ইতিবাচক মেসেজ দিতে চাই। এখানে যারা এডমিন হিসেবে কাজ করছেন সবাই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি আলোকিত সমাজ, দেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি

এই জনপ্রিয় গ্রুপটির  কাজের পরিধি জানতে চাইলে তিনি বলেনজেলার অনেক সামাজিক মানবিক কাজে সহযোগী হিসেবে কাজ করছে গ্রুপটি। সমাজের বিত্তবানদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বন্যার্থদের পাশে দাড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্র রোগীদের সহায়তা প্রদান অসংখ্য ব্লাড ডোনারদের সংগ্রহ করে রক্তদান কর্মসূচির পাশাপাশি মূমুর্ষ রোগীদের তাৎক্ষণিক রক্ত দান, সুনামগঞ্জের কৃতী ব্যাক্তিদের তুলে ধরে তাদের প্রেরণাদায়ক সফল জীবনের পর্যালোচনাসহ সকল ভালো কাজের দ্রুত প্রচারের মাধ্যমে সমাজে ইতিবাচক মেসেজ প্রদান জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন নিয়মিত তুলে ধরার কাজে নিয়োজিত আমাদের এই স্বপ্নের গ্রুপটি

গ্রুপটির সিনিয়র এডমিন  আশরাফ উদ্দীনগ্রুপটি সম্পর্কে  জানান, আমাদের লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে নিত্য নতুন তথ্য-উপাত্ত জীবনঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের কারণে পাঠকের কাছে দিন দিন গ্রুপটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আমরা সমাজের সমস্ত অসংগতি থেকে বেরিয়ে দেশকে, দেশের মানুষকে সত্য, সুন্দর শান্তির পথে নিয়ে আসতে চাই। গ্রুপটির মনোগ্রামটিতে কবুতরের চিত্র শান্তির বানীই বহন করে। আমাদের শ্লোগান 'আলোর পথে।' এই সামাজিক অনলাইন প্লাটফর্মটির মাধ্যমে আমরা আলো বিতরণের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই

উল্লেক্ষ্য, এ গ্রুপটি কাজের স্বীকৃতি স্বরুপ অর্জন করেছে মবিএস (মানবতার কল্যাণ ফাউন্ডেশন, বিশ্বজন, সঞ্জীবনী) কর্তৃক সম্মাননা স্মারক।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ