ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২৩:১৮

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পথসভা অনুষ্ঠিত

জুনাইদ কবির, ঠাকুরগাঁও :  জনজীবন বিপর্যস্ত, অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীদের মিথ্যাচার-অপপ্রচার ও গুজব বিভ্রান্তি আতঙ্কের বিরুদ্ধে গণসচেতনতায় ঠাকুরগাঁওয়ে পথসভা করেছে স্বেচ্ছাসেবক লীগ। শনিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলের নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখা, উপজেলা শাখা সহ সদর উপজেলার ২১টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন।   অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহাঃ সাদেক কুরাইশী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আজিম, মুক্তিযুদ্ধ বিষয়ক রফিকুল ইসলাম লিটন, সদস্য পদ্মভূষণ রায় লিটন। 

এছাড়াও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক মো: পান্না প্রমুখ।

বক্তারা বলেন, জনজীবন বিপর্যস্ত, অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। পাশাপাশি  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপির বিরুদ্ধে একটি কুচক্রি মহল বিভিন্ন মাধ্যমে  ‍কুৎসা রটাচ্ছেন। একদিকে যেমন দেশের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি স্বেচ্ছাসেবক  লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যারা এই ধরনের ষড়যন্ত্র করছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

এ সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ