থেমে থাকা বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ২৯ অগাস্ট, ২০১৯ ১২:৩০:৫৫

থেমে থাকা বাসের ধাক্কায় নিহত ২

সাভারের কবিরপুর এলাকায় থেমে থাকা দুটি বাসের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি দূরপাল্লার বাস ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও  দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিকের নাম জাহাঙ্গীর (৩৫) ও জলিল (৩০) বলে জানা গেছে। তাদের দুইজনের বাড়ি পাবনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের একটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে পৌঁছালে বিকল হয়ে যায়। এ সময় আহাদ পরিবহনের অপর একটি বাস বিকল হওয়া বাসটিকে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় বাসের স্টাফ জাহাঙ্গীর ও জলিলসহ আরও দুই ব্যক্তি বাসের পেছনে ছিলেন।

এ ব্যাপারে গাজীপুর সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর ইসলাম জানান, এ ঘটনায় এসআর প্লাস পরিবহনের বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রজন্মনিউজ/ দেলাওয়ার হোসাইন

 

 

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ