আ’লীগ প্রার্থীর অভিযোগে ইউএনও-ওসি প্রত্যাহার

প্রকাশিত: ০৭ মার্চ, ২০১৯ ১২:৪৭:০৯

আ’লীগ প্রার্থীর অভিযোগে ইউএনও-ওসি প্রত্যাহার

নাটোরে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

বুধবার রাতে তাদের প্রত্যাহারের কাগজ (চিঠি) ফ্যাক্সের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর এসে পৌঁছে। এর একটি কপি তাদের কাছেও পৌঁছানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের সহকারী সচিব শাহীদুর রহমান স্বাক্ষরিত এই আদেশটি পাঠানো হয়।

অভিযোগকারী গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেন জানান, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনিক কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না বলে তার মনে হয়।

পরে তিনি বিষয়টি এলাকায় খোঁজ করেন এবং এর সত্যতা পান। এরপর তিনি বিভিন্ন স্থানে নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার বেশ কিছু ছবিসহ নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামি তিন দিনের মধ্যে তাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে প্রত্যাহারের সত্যতা স্বীকার করেছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনিও তার প্রত্যাহারের সত্যত্যা স্বীকার করেন।

এ সম্পর্কিত খবর

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১২

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

তাপপ্রবাহে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতিকে বারের চিঠি

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

ভোলার তজুমদ্দিনে চর দখল নিয়ে বিরোধ" দফায় দফায় সংঘর্ষ"খুনের শঙ্কা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ