আমিরাত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ০১:০১:৫১

আমিরাত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বেঠক করেছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুধাবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আমিরাত ও বাংলাদেশের মধ্যে মানবসম্পদ রফতানি, ব্যবসা-বাণিজ্য, বেসামরিক বিমান, সামরিকসহ বিভিন্নখাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান রাখা ছাড়াও বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান আর্থ-সামাজিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমিরাত পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আল মেহের উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ