অমিতাভের সামনে বসে কোটিপতি সাধারণ যুবক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৬:২৯

অমিতাভের সামনে বসে কোটিপতি সাধারণ যুবক

আবারও মানুষকে কোটিপতি বানানোর মিশন নিয়ে ফিরেছেন অমিতাভ বচ্চন। ১৯ বছর ধরে তার উপস্থাপনায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নামের অনুষ্ঠানটি।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের এবারের আয়োজনে অংশ নিয়ে প্রথম প্রতিযোগী হিসেবে ১ কোটি টাকা জিতেছেন বিহারের সনোজ রাজ। সাধারণ এই যুবক অসাধারণ ভাবেই অমিতাভের প্রশ্নের উত্তর দিয়ে গেছেন।

জানা গেলো, অমিতাভের কোন প্রশ্নের উত্তর দিয়ে বিহারের বছর পঁচিশের এই যুবক এক কোটি জিতেছেন। কোটি টাকার প্রশ্নটি ছিলো ভারতের কোন প্রধান বিচারপতির বাবা একবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন?

এই প্রশ্নের উত্তর হলো, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বাবা কেশবচন্দ্র গগৈ। তিনি কংগ্রেস করতেন। কেশব গগৈ ১৯৮২ সালে আসামে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার মেয়াদ যদিও ছিল মাত্র দু-মাস।

এক কোটি জিতে ভীষণ খুশি সনোজ। তিনি বলেন, ‘আমি নিজেকে সোভাগ্যবান মনে করছি এই অনুষ্ঠানে আসতে পেরে। এটা আমার জীবনে একটি মাইলস্টোন হয়ে থাকবে।’

কোটি টাকার প্রশ্নে উতরে গেলেও অমিতাভ বচ্চনের সামনে বসে, ৭ কোটির জ্যাকপট প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি বিহারের এই যুবক। ভবিষ্যতে ভারতীয় আমলা হতে চান এই যুবক। বর্তমানে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন দিল্লিতে।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

এ সম্পর্কিত খবর

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ