প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫ ০৪:২৭:৩৭

প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক

প্রজন্ম ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। এতে সঙ্গীত ও শারীরিক শিক্ষক পদে কোনো নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম বলেন, প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে শারীরিক শিক্ষক ও সংগীত শিক্ষক আর নিয়োগ দেওয়া হবে না। এজন্য গতকাল প্রকাশিত প্রজ্ঞাপনে প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে মৌলিক প্রশিক্ষণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। গত অগাস্টে জারি করা বিধিমালায় ৪ ক্যাটাগরির পদ থাকলেও নতুন প্রজ্ঞাপনে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। 

এর আগে, রবিবার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বিধিমালার তফসিল–১ সংশোধন করা হয়েছে। এতে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বিলুপ্ত করা হয়েছে। 

উল্লেখ্য,  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল। তার ভিত্তিতে গত বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুই বিষয়ে ৫ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের প্রস্তাবে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সংগীতের জন্য ২ হাজার ৫৮৩ জন এবং শারীরিক শিক্ষার ২ হাজার ৫৮৩ জন।

এরপর গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’–এর প্রজ্ঞাপন জারি করা হয়। এর তফসিল-১ এ শারীরিক শিক্ষা শিক্ষক ও সংগীত শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক

১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 

‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ