ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ০৬:২৩:৫৩

ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি

প্রজন্ম ডেস্ক :

ফাজিল (পাস) পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। এতে যে কোনো অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। 

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য—একটি সুষ্ঠু ও মানসম্মত পরীক্ষা আয়োজন করা, যা ঐতিহ্য বজায় রাখবে। সেক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরিচালিত হয়, সে বিষয়ে কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা কঠোর নজরদারি বজায় রাখবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও রেজিস্ট্রার মো: আইউব হোসেন উপস্থিত ছিলেন। এতে কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।


উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ফাজিল পরীক্ষা আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের মাধ্যমই নয় বরং নৈতিকতা, সততা ও দায়িত্ববোধের প্রতিফলন। 


পরীক্ষায় অনিয়ম, গাফিলতি বা শিথিলতার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিনির্ভর মনিটরিং, কেন্দ্র ব্যবস্থাপনা ও তদারকিতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে প্রশ্নপত্র নিরাপত্তা, সময়নিষ্ঠতা ও পরীক্ষার সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

এ সময় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ

এ সম্পর্কিত খবর

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

গ্লোবাল চেঞ্জমেকার ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশের রনি

সুষ্ঠ নির্বাচন করতে ইসিকে ১৮ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত

২০২০ সালেই বিয়ারিং প্যাড নিয়ে প্রশ্ন তুলেছিল বুয়েট, তবু অসতর্কতা

হাফেজা পড়ুয়া মেয়েকে অপহরণ, ধর্ষণের অভিযোগে মামলা

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

পটুয়াখালীতে পাইপ ফেটে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস, অসুস্থ ২০

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ