প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ০১:৫৯:২৪
প্রজন্ম ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক পানে অসুস্থ হন। পরে তাকে দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বসুনকোনা গ্রামে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা গৃহবধূর নাম বকুল আক্তার। তার স্বামী হাসান উল্লাহ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসান উল্লাহ ওই গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পারিবারিক ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। সোমবার বিকালে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী হাসান উল্লাহ বাড়িতে থাকা কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবার দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বামীর কীটনাশক পানের খবরে স্ত্রী বকুল আক্তার অভিমানে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। অন্যদিকে স্বামী হাসান উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রজন্মনিউজ২৪
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে
প্রবাসীদের নিবন্ধন ছাড়াল আড়াই লাখ
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না: সালাহউদ্দিন
জামায়াতের প্রার্থী বদল, নানা আলোচনা
সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
মৃত্যুদণ্ড আছে বিশ্বের ৫৫ দেশে, বাদ দিয়েছে ১১২টি দেশ