পারিবারিক কলহে স্বামীর কীটনাশক পান, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ০১:৫৯:২৪

পারিবারিক কলহে স্বামীর কীটনাশক পান, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

প্রজন্ম ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক পানে অসুস্থ হন। পরে তাকে দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বসুনকোনা গ্রামে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

আত্মহত্যা করা গৃহবধূর নাম বকুল আক্তার। তার স্বামী হাসান উল্লাহ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসান উল্লাহ ওই গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে। 

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পারিবারিক ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। সোমবার বিকালে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী হাসান উল্লাহ বাড়িতে থাকা কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবার দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বামীর কীটনাশক পানের খবরে স্ত্রী বকুল আক্তার অভিমানে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। অন্যদিকে স্বামী হাসান উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ