ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না: সারজিস আলম

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০০:৪৯

ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সচিব সারজিস আলম বলেছেন, ‘ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। ভারতীয় আধিপত্যবাদের অধিনে আর কোনো রাজনীতি বাংলাদেশের চলবে না ‘

বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এনসিপি’র সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে ছোট করে বা টিটকারি করে, যারাই করেছে। আজ থেকে দুই বছর আগে বিএনপি জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ টিটকারি করেছে, ছোট করতো যারাই করেছে আগামীর বাংলাদেশে তাদের পরিণতি ভালো হবে না। আগামীতে এই বাংলাদেশে ২৪ এর এই গণঅভ্যুত্থানে যারা হাজারের অধিক মানুষ খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে। এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে। বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের যারা লড়াই করেছে, ছাত্র-জনতা তারা এবং ফ্যাসিস্টরা এক সাথে কোনদিন কোনো দেশে রাজনৈতিক কাঠামোতে কাজ করতে পারে না। হয় তারা থাকে; না হয় গণঅভ্যুত্থানের পক্ষে যারা ছিল তারা থাকে। বাংলাদেশের ছাত্র-জনতা ৫ আগস্টে তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে।’

এনসিপির এই নেতা আরো বলেন, ‘কেউ যদি প্রকাশ্যে না হয় মনে-মনে এই চিন্তা করেন, আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে আপনারা বিরোধীদল বানাবেন, আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ জায়গায় এনে, অন্য কোনো দেশ কিংবা অ্যাজেন্সির সাথে ভেতরে ভেতরে নেগোশিয়েশন করবেন; জনগণ আপনাদের বয়কট করবেই। এই স্বপ্ন দেখা বন্ধ করেন।

তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য নেই নির্বাচন পেছানোর, তবে আমাদের দল মনে করে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটা দেখতে চেয়েছি।’

সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

সারজিস আলম বলেন, আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় কমিটি রয়েছে সমন্বয়করা রয়েছেন তাদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছি দলীয় যে পলিসিগুলো রয়েছে এবং আর্দশভিত্তিক যে চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরছি। পাশাপাশি আমাদের দলের যে চিন্তাধারা রয়েছে সেটা তৃণমূলের জেলা, উপজেলা ইউনিয়নও ওয়ার্ড পর্যায়ে পৌছে দেয়া হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে অর্ন্তবর্তী সরকার ও তাদের জায়গায় ব্যক্ত করেছি।’ বাংলাদেশ ভ্রমণ

তিনি আরো উল্লেখ করেন, ‘বিগত ২০২৪ সালের জুলাই ও আগস্ট দেশে যে গণহত্যা হলো হাজারের ওপরে যে নিরীহ মানুষকে হত্যা করা হলো ট্রাইব্যুানালের রিপোর্ট দেখে থাকবেন একজন মানুষ কিভাবে গুম করা মানুষদেরকে একটা বাহিনীর বেশ কয়েকজন সদস্য মিলে তার নির্দেশে বিগত ১৬ বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে, স্পষ্ট ডেড। দেশে বিচার বহির্ভুত হাজার হাজার মানুষকে হত্যা গুম, খুন এতবড় একটা জুলাই গণহত্যা হয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে পরিস্কারভাবে বলেছে আমাদের দল গণঅভ্যুাঙ্খানের যে আকাংঙ্খা আমরা দৃশ্যমান একটা বিচার দেখতে চাই। এই সরকারের সময়ের মধ্যে যে এই হত্যাকান্ডের বিচার কার্যকর হবে তেমনটা নয় তবে বিগত আওয়ামীলীগের শেখ হাসিনা বলেন আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামাল বলেন, আইন শৃংখলা বাহিনীর প্রধান প্রধান ক্রিমিন্যালগুলো ছিল এমন বিশ ত্রিশজনের মামলার রায়ের কার্যকারিতা দেখতে পারি তাহলেই বুঝা যাবে যে জুলাই গণহত্যার বিচার কার্য শুরু হয়েছে ‘

সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব অঞ্চল তত্বাবধায়ক প্রীতম দাশ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ