প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ০৪:০৯:৩৮
জামালপুর প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জে এক নিরীহ গরু বিক্রেতা প্রায় তিন মাস আগে ১ লাখ ২৫ হাজার টাকায় গরু বিক্রি করে মাসের পর মাস ঘুরে এখনো বুঝে পাননি পুরো টাকা।
গরু বিক্রি করার এক সপ্তাহ পর দালালরা তাকে দেয় মাত্র ৫০ হাজার টাকা। এরপর বাকি ৭৫ হাজার টাকার জন্য তিনি ঘুরেছেন মাসের পর মাস। কিন্তু প্রতারক চক্রের কাছে তিনি ছিলেন অসহায়।
সবশেষ নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়ে অভিযোগ দায়ের করেন দেওয়ানগঞ্জ মডেল থানায়। অভিযোগ জানালে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান।
ওসি নাজমুল হাসান দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন এবং ব্যক্তিগত তত্ত্বাবধানে ভুক্তভোগীর বাকি ৭৫ হাজার টাকার মধ্যে ৭০ হাজার টাকা উদ্ধার করে আপস মিমাংসা করে দেন। এই ঘটনায় ওই গরু বিক্রেতা তার ন্যায্য পাওনা ফিরে পাওয়ায় মুখে হাসি ফুটে।
ভুক্তভোগী বলেন,“তিন মাস ধরে টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। ওসি স্যারের সহযোগিতায় আমি আমার টাকা ফিরে পেয়েছি। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।”
এ ঘটনায় স্থানীয় জনসাধারণও সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তোলে।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পুলিশের এই কার্যকর পদক্ষেপ আবারও প্রমাণ করেছে—“পুলিশই জনতার বন্ধু” শুধু একটি স্লোগান নয়, বাস্তবতাও বটে।
প্রজন্ম নিউজ ২৪/ হাবিবুল বাশার
চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা
গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক
জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপ ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫
গ্লোবাল চেঞ্জমেকার ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশের রনি
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
সুষ্ঠ নির্বাচন করতে ইসিকে ১৮ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত
দগ্ধ শিক্ষার্থী নাভিদ ৯৯ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন