দালালের খপ্পরে আটকা ৭০ হাজার টাকা: ভুক্তভোগীর পাশে ওসি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ০৪:০৯:৩৮

দালালের খপ্পরে আটকা ৭০ হাজার টাকা: ভুক্তভোগীর পাশে ওসি

জামালপুর প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জে এক নিরীহ গরু বিক্রেতা প্রায় তিন মাস আগে ১ লাখ ২৫ হাজার টাকায় গরু বিক্রি করে মাসের পর মাস ঘুরে এখনো বুঝে পাননি পুরো টাকা।

গরু বিক্রি করার এক সপ্তাহ পর দালালরা তাকে দেয় মাত্র ৫০ হাজার টাকা। এরপর বাকি ৭৫ হাজার টাকার জন্য তিনি ঘুরেছেন মাসের পর মাস। কিন্তু প্রতারক চক্রের কাছে তিনি ছিলেন অসহায়।

সবশেষ নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়ে অভিযোগ দায়ের করেন দেওয়ানগঞ্জ মডেল থানায়। অভিযোগ জানালে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান।

ওসি নাজমুল হাসান দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন এবং ব্যক্তিগত তত্ত্বাবধানে ভুক্তভোগীর বাকি ৭৫  হাজার টাকার মধ্যে ৭০ হাজার টাকা উদ্ধার করে আপস মিমাংসা করে দেন। এই ঘটনায় ওই গরু বিক্রেতা তার ন্যায্য পাওনা ফিরে পাওয়ায় মুখে হাসি ফুটে।


ভুক্তভোগী বলেন,“তিন মাস ধরে টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। ওসি স্যারের সহযোগিতায় আমি আমার টাকা ফিরে পেয়েছি। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।”

এ ঘটনায় স্থানীয় জনসাধারণও সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তোলে।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পুলিশের এই কার্যকর পদক্ষেপ আবারও প্রমাণ করেছে—“পুলিশই জনতার বন্ধু” শুধু একটি স্লোগান নয়, বাস্তবতাও বটে।


প্রজন্ম নিউজ ২৪/ হাবিবুল বাশার

 

এ সম্পর্কিত খবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান

ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ

মৃত্যুদণ্ড আছে বিশ্বের ৫৫ দেশে, বাদ দিয়েছে ১১২টি দেশ

বান্দরবানে মিয়ানমারের নাগরিক আটক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ