আর্জেন্টিনার জয়ে ধন্যবাদ পেল বাংলাদেশ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ০৩:৪০:২৫

আর্জেন্টিনার জয়ে ধন্যবাদ পেল বাংলাদেশ


প্রজন্ম ডেস্ক: এনজো ফার্নান্দেসের বাংলাদেশ প্রীতির কথা এখন আর অজানা নয়। নানান সময় নানা ইস্যুতে বাংলাদেশকে নিয়ে সরব এই আর্জেন্টানাইন ফুটবল তারকা। এবার ব্রাজিলকে বিধ্বস্ত করেও বাংলাদেশকে স্মরণ করলেন তিনি।

বুধবার ভোরে বুয়েনস আইরেসের মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে সেলেসাওদের ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

অবশ্য এই জয়ের আগেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করলে বিশ্বকাপ জায়গা পাকা হয়ে যায় তাদের।

সেই খুশির ঝলকই কিনা দেখা যায় মাঠে। বিশ্বকাপ টিকিট পাওয়া উদযাপন করেছে দারুণভাবেই। গোল করেন হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তের ও জুলিয়ানো সিমেওনে।

আর্জেন্টিনার ব্রাজিল বধের অন্যতম নায়ক চেলসির তারকা এনজো ফার্নান্দেস। ম্যাচের দ্বাদশ মিনিটে নিজে গোল করার পাশাপাশি ৩৭তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের লক্ষ্যভেদে অ্যাসিস্ট করেন তিনি।

ম্যাচ শেষেও নানা ইস্যুতে সরব ছিলেন তিনি। জয়ের পর ফেসবুকে তার ভ্যারিফাইড পেইজ থেকে নানান ইস্যুতে কয়েকটি পোস্ট দেয়া হয়। যেখানে বাংলাদেশকেও নিয়ে ছিল একটি লেখা।

নিজের উদযাপনের ছবির সাথে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে এঞ্জো লিখেছেন, ‘এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

গত কাতার বিশ্বকাপে বাংলাদেশী আর্জেন্টিনা ফুটবলের ভক্তরা যেভাবে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে সমর্থন দেন মেসিদের, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন যা সবার জানা। অজানা নয় আর্জেন্টিনার ফুটবলারদেরও। তাই তো বাংলাদেশকে ধন্যবাদ দিতে কার্পণ্য করেন না তারা।


প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ