প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৫ ০৫:২৫:২৪
প্রজন্ম ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চা শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে দু’জন নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আমরাইল চা-বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই এলাকার রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন চা শ্রমিক। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার আমরাইল চা-বাগান থেকে চা শ্রমিকদের নিয়ে কাজে যাওয়ার পথে বাগানের একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা আহত ২০ জন শ্রমিককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুরুতর আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথেই দু’জন মারা যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সম্রাট কিশোর পোদ্দার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মৌলভীবাজারে রেফার্ড করা হয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত আটজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দু’জন মারা যান। বর্তমানে গুরুতর ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য