শশীভুষনে তিন দোকান পুড়ে ছাই ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪ ১০:৩৪:০৬

শশীভুষনে তিন দোকান পুড়ে ছাই ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

ভোলা প্রতিনিধিঃ ভোলা চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
 

বুধবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ বাজারের আদর্শ রোডের দক্ষিণ মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে মাহবুব খান নামের এক পল্লী চিকিৎসকের ওষুধ ফার্মেসী, এশিয়া মাল্টিপারপাস নামে একটি বেসরকারি সংস্থার ননওভেন টিস্যু সহ বিভিন্ন মালামালের দোকান ও একটি পরিত্যক্ত দোকানসহ তিনটি দোকান পুড়ে গেছে।

এসব তথ্য নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বুধবার সকাল ১০ টার দিকে শশীভূষণ বাজারের পল্লী চিকিৎসক মাহাবুব আলমের ওষুধ ফার্মেসীতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় তিনটি দোকান পুড়ে যায়।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে ঘটেছে তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পল্লী চিকিৎসক মাহবুব জানান, তার ওষুধ ফার্মেসীতে প্রায় ১৫ লাখ টাকার মতো ওষুধ ছিল। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছু বের করে আনা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত এশিয়া মাল্টিপারপাসের ম্যানাজার নূরউদ্দিন তরিক জানান, পুড়ে যাওয়া একটি দোকানে আমাদের লিমিটেড কোম্পানির টিস্যু, মামপানি সহ বিভিন্ন মালামাল ছিল। আগুন লাগার খবর পেয়ে এসে দেখি পুরো মালামাল পুড়ে ছাই। এতে আমাদের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে তিনটি দোকান পুড়ে গেছে।


প্রজন্মনিউজ২৪/আরা 

এ সম্পর্কিত খবর

‘ডামি’ সরকারের উন্নয়নের ভেল্কিবাজীতেবাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তিন বিদেশি শক্তি কাজ করেছে: জিএম কাদের

নির্বিঘ্নে সম্পন্ন হাবিপ্রবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা

যে শর্তে ইসরাঈলের সঙ্গে যুদ্ধবিরতি চায় হামাস

আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার না বাংলাদেশের

চরফ্যাসনে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায়

ইউপি সদস্য কর্তৃক অসহায় নারীকে ধর্ষণ এক লক্ষ টাকায় ধামাচাপা

টেকনাফে ১০ কৃষক অপহরণের দুই দুর্ধর্ষ অপহরণকারী গ্রেফতার

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন : মেয়র আতিক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ