দীর্ঘদিন বন্ধ ভিক্টোরিয়ার একমাত্র ক্যান্টিন।। পুনরায় চালুর দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪ ০২:১৯:২৪

দীর্ঘদিন বন্ধ ভিক্টোরিয়ার একমাত্র ক্যান্টিন।। পুনরায় চালুর দাবি শিক্ষার্থীদের


সজিব প্রতিনিধি: শিক্ষার্থীদের  দীর্ঘ দিনের দাবির মুখে প্রতিষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখার একমাত্র ক্যান্টিন ক্যাফে-৭১ প্রায় দুই বছর যাবত বন্ধ রয়েছে।এতে বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কারণ ক্যান্টিন চালু থাকলে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার কিনতে পারেন। অথচ বর্তমানে ক্যান্টিন বন্ধ থাকায় খাবার কিনতে তাদের ক্যাম্পাসের বাইরের দোকানগুলোর ওপর ভরসা করতে হচ্ছে। এতে প্রায় সময় বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। অনেকে জানান বাইরের দোকানগুলোতে খাবার কিনতে অতিরিক্ত টাকার টাকার পাশাপাশি সময়ও হচ্ছে।আবার অনেক সময় বাধ্য হয়ে অস্বাস্থ্যকর খাবারও খেতে হচ্ছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ক্যান্টিন চালু না থাকায় আমাদের চায়ের আড্ডা দিতে ও মধ্যাহ্নভোজের জন্য বাইরে যেতে হচ্ছে। এতে প্রায় সময় আমাদের ভোগান্তি  পোহাতে হচ্ছে। ক্যান্টিন চালু হলে চায়ের আড্ডা ক্যাম্পাসের ভেতরেই দিতে পারবো। 

ইসলামের ইতিহাস বিভাগের ছাত্রী মনিয়া আক্তার বলেন, আমরা ক্যান্টিনে নিয়মিত নাস্তা খেতে যেতাম। এতে কিছুক্ষণ আড্ডা দেয়া যেতো।যা বাইরের দোকানগুলোতে কিছুতেই সম্ভব নয়।তাই অবিলম্বে কলেজের নিজস্ব ক্যান্টিন চালু হওয়া সময়ের দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, কলেজের নিজস্ব ক্যান্টিন থাকলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপকৃত হন। কারণ সেখানে নাস্তার ফাঁকে ফাঁকে সহকর্মীদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথাও সেরে ফেলা যায়। তাই জরুরি ভিত্তিতে চালু হওয়া দরকার।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীদের দাবির মুখে কলেজ প্রশাসনের উদ্যোগে ক্যাফে-৭১ নামে ক্যান্টিনটির (২৫ সেপ্টেম্বর ২০১৮) যাত্রা শুরু হয়। যার উদ্বোধন করেছিলেন তৎকালীন অধ্যক্ষ রতন কুমার সাহা। শুরুতেই সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিলো। তবে করোনা মহামারিতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ক্যান্টিনটিও বন্ধ থাকে। পরে ২০২২ সালের  ২১ মে ক্যান্টেনটি পুনরায় চালু হলেও অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায়।যা এখনও চালু হয়নি।

এ বিষয়ে কথা হয়, কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সাথে। তিনি জানান, ক্যান্টিনটি পুনরায় চালুর বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে তা এখনই না। ভেতরে কিছু সংস্কার করছি।।পুরাতন মালামালের সাথে নতুন করে আরও কিছু মালামাল নিয়ে আসা হয়েছে। আশা করি ঈদের পর পুরোপুরি চালু করা সম্ভব হবে।


প্রজন্মনিউজ২৪/আরা 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ