খুলনায় জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:১১:৩৩

খুলনায় জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

খুলনা প্রতিনিধি: আজ জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। ডায়াবেটিক সমিতির (বাডাস) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিবসটি পালিত হচ্ছে।

১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। দিবসটি উপলক্ষে আজ বুধবার বাডাসের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এক জরীপ মতে বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশসহ সারাবিশ্বে এই রোগ এখন মহামারী রূপ নিচ্ছে। দেশে বর্তমানে ৮৪ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ দশমিক ৫ কোটি। অথচ ১৯৮৫ সালে এ সংখ্যা ছিল মাত্র ৩ কোটি। এখনই এই রোগ প্রতিরোধ করা না গেলে ২০৩৫ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫৯ কোটিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

সমিতির পক্ষ থেকে দিবসটি উপলক্ষে ডায়াবেটিস ঝুঁকি এড়াতে নিয়িমত খাদ্যাভ্যাসসহ নিয়ন্ত্রিত জীবনযাপনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হাঁটাচলা ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ আলোচনা সভা বেলা ১১টা স্যার ইকবাল রোডে  খুলনা ডায়াবেটিক সমিতির আয়োজনে সাবেক সংসদ সদস্য ও খুলনা ডায়াবেটিক সমিতির আহবাহক মিজানুর রাহমান মিজানের সভাপতিত্বে ও খুলনা ডায়াবেটিক সমিতির এডহক ব্যবস্থাপনা কমিটির সদস্য মফিদুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন খুলনার  ডেপুটি সিভিল সার্জন শেখ মোঃ কামাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন খুলনা ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আঃ সবুর ও ডায়াবেটিস সমিতি খুলনার এডহন ব্যবস্থা কমিটির সদস্য ও ২৫ নম্বর ওয়াড কাউন্সিলর আলী আকবর টিপু,মূখ্য আলোচক ছিলেন খুলনা ডায়াবেটিস হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডাঃ দীনবন্ধু মন্ডল।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ