ফরিদপুরে মানবপাচার চক্রের এক সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪ মে, ২০২৪ ০৭:০১:৫৭

ফরিদপুরে মানবপাচার চক্রের এক সদস্য গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মানবপাচার মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (০৩ মে) সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই নারীকে। গ্রেফতার হওয়া নাসিমা বেগম সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।

আজ শনিবার (০৪ মে) সকালে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক। 

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা দায়ের করা হয়। সে মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদপুরের অনেক বেকার তরুণকে বিভিন্ন দেশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ রয়েছে বিভিন্ন দালালের বিরুদ্ধে। এদের বেশিরভাগকেই লিবিয়া নিয়ে নির্যাতন করা হয়।


প্রজন্মনিউজ২৪/এফএইচ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ