এখনও জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ০৫ মে, ২০২৪ ১১:২২:১০

এখনও জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধিঃ ফের আগুনে পুড়ছে সুন্দরবন। শনিবার ৪ মে বিকেলে লাগা আগুন দ্বিতীয় দিনের মত জ্বলছে। 

৫ মে ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও সেচ্ছাসেবকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর দুটি পৃথক দল। এর আগে শনিবার (৪ মে) বিকেল ৩টায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। 

বন কর্মকর্তারা জানান, কিভাবে আগুনে সূত্রপাত তা এখন জানা যায়নি। তবে দুর্গম এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নুরুল কবির জানান, সুন্দরবনের গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন লেগেছে সে বিষয়টি এখনো নিশ্চিত করে জানাতে পারেননি।

ঘটনাস্থল থেকে ফেরা বনরক্ষী ও স্থানীয়রা জানান, আমরবুনিয়া এলাকার লতিফের ছিলা এলাকায় অনেক জায়গা জুড়ে আগুন লেগেছে। সুন্দরবনের মাটির ওপরে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপের মধ্যে আগুন জ্বলছে। অন্তত ৫০টি জায়গায় আগুন জ্বলছে। লোকালয় থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ওই আগুন লাগার ঘটনা ঘটেছে। 


প্রজন্মনিউজ২৪/আরা 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ